প্রয়োজনের তাগিদে আমাদের সবারই একাধিক ব্যাংক একাউন্ট খোলা হয়, কিন্তু সবগুলো কি আমরা সক্রিয়ভাবে ব্যবহার করি?
কোনো একাউন্টে হয়তোবা এখন আর টাকা-পয়সা জমা-ই করি না, কাজেই লেনদেনও তেমনভাবে করা হয় না। টাকা জমা থাকলে তবেই না খরচ করার প্রশ্ন!
আমাদের ব্যক্তিগত বা সামাজিক সম্পর্কগুলোর ক্ষেত্রেও কি এ ধরনের জমা-খরচের ব্যাপার জড়িত নয়?
অনেকদিন লেনদেন না করলে যেমন ব্যাংকের একাউন্ট ‘dormant’ (ঘুমন্ত বা সুপ্ত) হয়ে যায়, তেমনি আমাদের পারস্পরিক সম্পর্কগুলো চাঙ্গা রাখতেও নিয়মিতভাবে কিছু ‘জমা’ রাখার দরকার পড়ে।
স্টিভেন কোভে’ তার ‘The 7 habits of highly effective people‘ বইতে এটাকে চিহ্নিত করেছেন ‘ইমোশনাল ব্যাংক একাউন্ট’ নামে।
আমরা যখন কারো প্রতি সহানুভূতিশীল হই, তার ভালো কাজের প্রশংসা করি, যথাযথ সন্মান দেই, প্রতিশ্রুতি রক্ষা করি, তার প্রতি উদারতা দেখাই, তার পছন্দের ব্যাপারে আগ্রহ প্রকাশ করি, তখন সেই ‘ইমোশনাল ব্যাংক একাউন্ট’-এ কিছু না কিছু জমা হতে থাকে যা পরবর্তীতে রূপ নেয় আস্থা, বিশ্বাস আর বন্ধুত্বে। আর এর উল্টোটা করলে বিশ্বাসে চিড় ধরে আর বন্ধুত্ব রূপ নেয় শত্রূতায়।
বিশেষ করে, বিবাহিত জীবনে আমাদের প্রতিনিয়তই ইমোশনাল ব্যাংক একাউন্ট’-এ কিছু না কিছু জমা করাটা জরুরী।
তবে, অনেক পুরোনো কোনো বন্ধুর সাথে হঠাৎ ১০/১২ বছর পর দেখা হলেও আমরা সেই আগের মতোই সপ্রতিভ ব্যবহার করি কেননা সেসব ‘ইমোশনাল ব্যাংক একাউন্ট’-এ আগে এতো বেশি পরিমান লেনদেন হয়েছে এবং জমা’র পরিমান এতোই বেশি যে সেখানে আস্থা, বিশ্বাস আর বন্ধুত্বের জায়গাটা অনেক বেশি স্থিতিশীল।
আজ যদি আপনি আপনার সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ না করেন, তার পছন্দের ব্যাপারে আগ্রহ প্রকাশ না করেন, তাকে ঠিকভাবে সময় না দেন, তার সাথে খোলামেলা আলোচনা না করেন, তাহলে সময়ের সাথে সাথে তার সাথে আপনার দূরত্ব বাড়তেই থাকবে।
স্টিভেন কোভে’র ভাষায় “Over a period of time, the withdrawals far exceed the deposits.”
কাজেই বড়ো হয়ে সে যখন তার জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবে, তখন ঐ ব্যাপারে আপনার প্রজ্ঞা এবং অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সে আপনার সাথে আলাপ করার প্রয়োজনীয়তাই অনুভব করবে না, কেননা আপনি তার ‘ইমোশনাল ব্যাংক একাউন্ট’-এ বিশেষ কিছু জমা করতে ব্যর্থ হয়েছেন।
কাজেই, যে সম্পর্কগুলো আপনার জীবনের জন্যে গুরুত্বপূর্ণ, সেগুলো সময় থাকতেই চিহ্নিত করুন আর তাদের ‘ইমোশনাল ব্যাংক একাউন্ট’-এ জমা’র পরিমান বাড়াতে থাকুন।
- Written by: bdpreneur
- Posted on: August 26, 2018
- Tags: অনুপ্রেরণা, আত্ম উন্নয়ন, আত্মনির্মান, উদ্যোগ, দক্ষতা উন্নয়ন, প্রেরণা, বুক রিভিউ, সেলফ হেল্প, স্টার্টআপ