CP চিকেন ফ্রাই বাংলাদেশে একটি জনপ্রিয় ব্রান্ড এ পরিনত হয়েছে। থাইল্যান্ড এর Charoen Pokphand Group এর বাংলাদেশী এজেন্ট “C.P. Bangladesh Co. Ltd” নামে ফ্রাঞ্চাইজ দিচ্ছে। অনেকে এই CP ফ্রাঞ্চাইজ এর আউটলেট নেবার ব্যাপারে জানতে চেয়েছেন। আমি বিস্তারিত দিলাম নীচে :
CP র ফ্রাঞ্চাইজ নেবার জন্য দোকানটি –
– কমপক্ষে ১০ ফিট বাই ১০ ফিট হতে হবে।
– নীচ তলায় হতে হবে।
– কোন মার্কেটের ভেতরে হলে চলবেনা।
– সপ্তাহের ৭ দিন খোলা রাখার মতো জায়গায় হতে হবে।
– গ্যাস পানির ব্যবস্থা থাকতে হবে (এলপি হলেও চলবে)।
– দোকানের ডেকোরেশন প্লান CP থেকে দেয়া হবে।সে প্লান অনুযায়ী নিজ খরচে ডেকোরেশন করতে হবে।
– অন্তত ২ জন কর্মচারী থাকতে হবে।
– যে এলাকায় CP নেয়া হবে তার কাছাকাছি কোন CP আউটলেট থাকতে পারবেনা।
ডিপোজিট মানি –
– CP কে ২.৫ লাখ টাকা ডিপোজিট দিতে হবে। এ টাকায় তারা দেবে:
– ১ টি চিকেন ফ্রাইয়ার
– ১ টি ওয়ার্মার (চিকেন ফ্রাই রাখার শোকেস)
– নিওন সাইনবোর্ড
– লিফলেট এবং অন্যান্য প্রচারসামগ্রী
– প্রডাক্টসামগ্রী দোকানে পৌছে দেবার ব্যবস্থা (সপ্তাহে ৩ দিন)
(এ টাকা ফেরৎযোগ্য। ১ বছরের মধ্যে CP বন্ধ করলে ৫০ হাজার টাকা কেটে রাখবে। আর ১ বছরের বেশী হলে পুরো ২.৫ লাখ টাকাই ফেরৎ পাওয়া যাবে।)
ফ্রাঞ্চাইজ বা আউটলেট নেবার প্রক্রিয়া –
CP এর আউটলেট নিতে হলে উপরের শর্তাবলী অনুযায়ী দোকান নিতে হবে। তারপর CP তে ফোন করে জায়গার লোকেশন দিতে হবে। ওরা লোক পাঠিয়ে ইন্সপেকশন করে রেজাল্ট দেবে। পজিটিভ হলে আউটলেট দেবে।
কমিশন –
CP প্রডাক্ট ভেদে ১৫-২৬ % কমিশন দেয়।
একটি লাভ ক্ষতির আনুমানিক হিসেব (এটি আমার ব্যক্তিগত হিসেব) –
ধরা যাক আপনি একটি CP আউটলেট নিতে চান। আপনাকে একটি দোকান নিতে হবে। এলাকাভেদে এমন একটি দোকানের এডভান্স নেবে ২-৪ লাখ টাকা।আর ডেকোরেশন এ লাগবে আরো প্রায় ১ লাখ টাকা। এছাড়া CP কে দিতে হবে আর ২.৫ লাখ টাকা। তার মানে ব্যবসা শুরুর খরচ প্রায় ৫-৭ লাখ টাকা। এটি ফিক্সড খরচ (অবশ্য জমার টাকাগুলো ফেরৎ পাওয়া যাবে)
যদি দোকানে দৈনিক ২০ হাজার টা সেল হয় তবে লাভ থাকে। দিনে ২০ হাজার টাকা হলে মাসে ৬ লাখ টাকা। নেট কমিশন দাড়াবে ১ লাখ ২ হাজার টাকা। এর মধ্যে খরচ :
– দোকান ভাড়া : ১০ হাজার টাকা
– কর্মচারী : ১৭,০০০.০০ (২ জন প্লাস ১ জন ক্লিনার)
– গ্যাস : ১৫,০০০.০০
– ইলেকট্রিসিটি : ৩,০০০.০০
– পানি : ৫০০.০০
– তেল : ২০,০০০.০০
– অন্যান্য : ৫,০০০.০০
মোট : ৭০,৫০০.০০
লাভ : ৩১,৫০০.০০
এ লাভ করতে হলে আপনাকে নিজে থাকতে হবে আর দিনে অন্তত ২০ হাজার টাকা বিক্রি করতে হবে।
CP এর ফ্র্যাঞ্চাইজ বা আউটলেট নিতে আগ্রহী হলে এই নম্বরে ফোন করতে পারেন : ০১৭৩-০৩৫৮২৭৫
লেখা : মাহমুদুল হাসান খান।
- Written by: bdpreneur
- Posted on: June 16, 2018
- Tags: উদ্যোগ, নতুন ব্যবসা, ফুড ইন্ডাস্ট্রি, ফ্রোজেন ফুড, ফ্র্যাঞ্চাইজ, ব্যবসা বানিজ্য, রেস্টুরেন্ট, সিপি চিকেন, স্টার্টআপ