একটা সময় ছিল, যখন মানবজাতি সভ্য হয়ে ওঠেনি। বাড়িঘর-দালানকোঠা তখনও গড়ে ওঠেনি। তখন বসবাস করা হত গুহায়। জীবনধারণের জন্য আমাদের ফলমূল সংগ্রহ করতে হত, শিকার করতে হত, বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হত প্রতিনিয়ত। আমরা পরনির্ভরশীল ছিলাম না, হবার সুযোগও ছিল না। আমরা সবাই ছিলাম উদ্যোক্তা।
সভ্যতা যত এগোতে থাকলো, আমাদের মধ্যকার entrepreneurial quality গুলো লোপ পেতে থাকলো। আমরা নিরাপদ জীবন বেছে নিলাম। আমরা অন্যের হয়ে কাজ করা শুরু করলাম। অন্যের স্বপ্নের পেছনে নিজেদের উৎসর্গ করে দিতে থাকলাম। অন্যের স্বপ্ন পূরণ করার মাঝেই নিজেদের জীবনের মানে খুঁজে নিতে থাকলাম। আমাদের মধ্যে উদ্যোগী মানুষ কমে যেতে থাকলো। আমরা হয়ে উঠলাম চাকুরিজীবী।
অনেকেই উদ্যোগ আর বিনিয়োগের মধ্যে গুলিয়ে ফেলেন। উদ্যোক্তা মাত্রই বিনিয়োগকারী, কিন্তু বিনিয়োগকারী মাত্রই উদ্যোক্তা নন। আপনার উদ্বৃত্ত টাকা আপনি যদি এমন কোথাও বিনিয়োগ করেন যেখানে আপনি সরাসরি জড়িত নন কিন্তু মাস শেষে অথবা একটা নির্দিষ্ট সময় শেষে সেখান থেকে একটা মুনাফা আপনি পেয়ে যাবেন, এ ধরনের বিনিয়োগের জন্য কিন্তু আপনাকে উদ্যোক্তা বলা যাবে না। আপনি তখনই একজন উদ্যোক্তা যখন আপনি নিজে উদ্যোগ নিয়ে কিছু একটা করার চেষ্টা করছেন। এই যে কিছু একটা করার চেষ্টা করা – এখানে সফল তখনই হওয়া যাবে যখন এটা আপনার নিজের ভেতরের তাগিদ থেকে আসবে, যেটাকে বলা হয় passion.
অনেককেই দেখি কিছু একটা করতে চান কিন্তু নিজে জানেননা সেটা কি, হয়ত অন্যদের কাছ থেকে পরামর্শ চান। আসলে কি করতে চান সেটা প্রথমে আপনাকেই ঠিক করতে হবে, আপনার passion সেটা ঠিক করে দেবে, সেটা কিভাবে বাস্তবায়িত করা যায় তার ব্যাপারে হয়ত এরপর আপনি পরামর্শ চাইতে পারেন, কিন্তু কিসের ব্যবসা করবেন সেটা ঠিক করার দায়িত্ব সম্পূর্ণই আপনার নিজের। ধরুন, অনেকে আপনাকে পরামর্শ দিল ই-কমার্স বিজনেস করার ব্যাপারে। আপনিও শুরু করে দিলেন, কিন্তু সেটার পেছনে যদি আপনার সত্যিকারের passion না থাকে তাহলে আপনি সেটা continue করতে পারবেন না। ব্যবসা কখনই সরলরেখায় চলে না, কখনো গতি বাড়ে, কখনো গতি কমে, সেসব সময়ে ধৈর্য ধারণ করা অনেক জরুরি। ৯৫% বিজনেস অসফল হওয়ার মূল কারণ lack of passion. কাজেই, উদ্যোক্তা যদি হতেই চান, তাহলে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি করতে সবচেয়ে বেশি পছন্দ করেন, আপনার প্যাশন কি, আপনার স্কিল কোথায়, আপনার অভিজ্ঞতা কিসে।অমুকে ওই ব্যবসা করে বিশাল লাভ করে ফেলল, তমুকে ওই ব্যবসা করে কোটিপতি হয়ে গেল – এ ধরনের চিন্তা থেকে সেই একই ব্যবসার পেছনে আপনারও ছুটতে হবে, এমন চিন্তা না করাটাই উত্তম। লাভ বেশি হবে ভেবে আপনি যদি কোনো ব্যবসা শুরু করেন আর আপনার আগ্রহ, প্যাশন, অভিজ্ঞতা যদি তার সাথে আদতে match না করে, তাহলে সফল হওয়াটা সত্যিই কঠিন।
যেকোনো ব্যবসার শুরুর সময়টা বেশ কঠিন। ব্যবসাকে একটা পর্যায়ে নিয়ে যেতে হলে অনেক বড় বড় ঝাঁকি সহ্য করতে হয়। এরোপ্লেন যখন টেক অফ করে, তখন যাত্রীদের কি বলা হয়? বলা হয়, ‘fasten your seat belt’. কাজেই, টেক অফ করতে হলে সিটবেল্ট শক্তভাবে বেঁধে নেয়াটা জরুরি। আপনি মাটি থেকে শুন্যে উড়তে চাইবেন, turbulence তো একটু হবেই। বিজনেসের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেরকম। প্রাথমিক ঝড়ঝাপটাগুলো সামাল দেয়ার মত মানসিক শক্তি আপনার থাকতে হবে। বিজনেসের ব্যাপারে আপনার প্যাশন না থাকলে আপনি সেই ধাক্কাগুলো খাবার পর আর এগোতে পারবেন না।
কাজেই, নিজেকে যদি উদ্যোক্তা মনে করেন, তাহলে নিজের passion সম্পর্কে ভালোভাবে জানুন এবং ‘fasten your seat belt’. সিটবেল্ট বেঁধে রাখুন, লেগে থাকুন জোঁকের মত, আপনার সফল হওয়া ঠেকায়, এ সাধ্য কার!
- Written by: bdpreneur
- Posted on: February 18, 2018
- Tags: অনুপ্রেরণা, আত্ম উন্নয়ন, আত্মনির্মান, উদ্যোগ, দক্ষতা উন্নয়ন